খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫"পালন করা হয়। উক্ত দিবসে প্রতিষ্ঠানের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্নেল রুবায়েত আলম, পিএসসি, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এছাড়াও একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, চিত্রাঙ্কন, ছড়াপাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- অধ্যক্ষ লে: কর্নেল রুবায়েত আলম, পিএসসি।